অসহায় নারীদের কর্মসংস্থান গাড়ার লক্ষে, তারুণ্যের বুড়ামজুমদার সংগঠনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ


মোঃ আল আমিন মল্লিক,স্টাফ রিপোর্টার 
বেতাগী -উপজেলার তারুণোর বুড়ামজুমদার সংগঠন এর পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে আয়ের উৎস হিসাবে একটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।আজ দক্ষিন করুনা বসে বিকাল ৪:৩০ মি: এর সময় তারুণ্যের বুড়ামজুমদার সংগঠন এ পক্ষ থেকে আয়ের উৎস হিসাবে অসহায় পরিবার ২নং ওয়ার্ডের বাচ্চু মিয়ার স্ত্রীকে  কে একটি সেলাই মেশিন উপহার শুরুপ প্রদান করেছেন

উক্ত মেশিন বিতরনের সময় উপস্থিত ছিলেন তারুণ্যের বুড়ামজুমদার সংগঠনের  সম্মানিত সমন্বয়ক মোঃ শিমুল উদ্দিন জোমাদ্দার  
ও সমন্বয়ক FIP মো: ইমরান হোসেন।
সহ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত থেকে অসহায় পরিবারটি কে আয়ের উৎস হিসাবে সেলাই মেশিন বিতরন করেন।তথ্য সুত্রে জানা যায় যে সংগঠনের কাছে খবর আসে এই পরিবার টি অসহায় অবস্থায় আছে তার পরিবার আর্থিক সমস্যার কারনে  আর্থিক অভাবে  অনেক সমস্যার মধ্যে দিন পার করছে খবর পেয়ে সংগঠনটি সাথে সাথে তাকে একটি আয়ের উৎস হিসাবে সেলাই মেশিন কিনে উপহার দেন।

তখন পরিবার টি জানায় যে এটি পেয়ে তারা অনেক খুশি এবং পরিবার টি বলেন আমাদের এই  সেলাই মেশিন টি আয়ের উৎস হিসাবে অনেক বড় কাজ করবে। এটি আমাদের বড় উপকারে আসবে ।এই সংগঠনের প্রতি আমার অশেষ দোয়া ও ভালো বাসা রইল।তারা আমাদের কথা সুনা মাত্রই এগিয়া এসেছে।এ সময় সংগঠনের নেতৃবৃন্দরা  বক্তৃতা প্রদান করেন তারা বলেন আমাদের ইউনিয়ন এর অসহায় মানুষের পাশে আমরা সব সময় মানবতার সেবায় এগিয়ে আসবো। মানুষের যে কোনো অর্থিক সমস্যায় আমরা তারুণোর বুুড়ামজুমদার সংগঠন অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবো এটা আমাদের সংগঠনের একমাত্র দায়িত্ব ও কর্তব্য।

এই সংগঠনটি একটি অরাজনৈতিক  সংগঠন সংগঠন টির মূল উদ্দেশ্য হচ্ছে মানব সেবার উদ্দেশ্য। বক্তারা আমরা যারা এই সংগঠনের কাজ করি আমাদের একমাত্র উদ্দেশ্য মানব সেবার জন্য।
মানব সেবা মানুষের পরম ধর্ম তাই আমরা মানুষের সেবা করেই নিজেকে ধন্য মনে করি।আসুন আপনি ও মানাবতার সেবায় সাহায্যর হাত বারিয়ে দিন।
আরও ব্লগ নতুন ব্লগ
1 টি কমেন্ট করা হয়েছে
কমেন্ট করুন
comment url

আরও পড়ুন...