বরগুনায় রোভার স্কাউট লিডার জনাব মো: মোস্তাফা জামান স্যার এর বিদায় সম্বর্ধনার সময় রোভাররা ভেংগে পরেন।


মোঃ আল আমিন মল্লিক,স্টাফ রিপোর্টার
 

ফাগুন বেলা, শোভিত শিমুল-পলাশের বন, কোকিলের কুহুতান। বসন্তের এমনি এক উদাসী ক্ষণে বদলি জনিত কারণে বিদায় নামের বেদনা বিধুর পর্বে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ। বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ এর, রোভার স্কাউট লিডার জনাব মোঃ মোস্তফা জামান, এর বদলি জনিত কারণে আজ ২৬ সেপ্টেম্বর ২০২১, বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জনাব মোঃ আনোয়ারুল কবীর, অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-কমিশনার, বাংলাদেশ স্কাউটস বরগুনা জেলা রোভার। জনাব মোঃ আহসান হাবীব, জেলা রোভার স্কাউট লিডার, বাংলাদেশ স্কাউটস বরগুনা জেলা রোভার। জনাব তারেক বিন আনসারী সুমন, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস বরগুনা জেলা রোভার। জনাব মোঃ মাহবুবুর রহমান, রোভার স্কাউট লিডার, সৈয়দ ফজলুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপ। জনাব মোঃ রেজাউল করিম, বিভাগীয় প্রধান টেক (আরএসি), বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট। জনাব মোঃ ইয়াসিন আরাফাত, বিভাগীয় প্রধান টেক (ইলেকট্রনিক্স), বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট। জনাব মোঃ জিয়াউল হক, রেজিস্ট্রার, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট। জনাব মোঃ নাঈমুল হাসান ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান (নন-টেক) বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট  সহ আমন্ত্রিত অতিথিগন।

সভাপতি মহোদয় বলেন, তাঁর বিদায় সংবর্ধনা উপলক্ষে সকলেরই মন ভারাক্রান্ত। এই বিদায় সম্বর্ধনা তাঁর কর্মজীবনের বদলিজনিত হলেও শিক্ষক হিসেবে তাঁর দায়িত্ব ও কর্তব্যের সমাপ্তি কখনোই হবে না। পাশাপাশি একজন আদর্শ শিক্ষক হিসেবে যে ছাপ তিনি ছাত্রছাত্রীদের মাঝে রেখেছেন তাও চির অক্ষয়।তার প্রতিটি দিন ছিল কর্মমুখর। নিজ দায়িত্বের প্রতি তিনি ছিলেন কর্তব্যনিষ্ঠ। আপনার কর্তব্যনিষ্ঠার সুবাদে, সত্যিকার জ্ঞানের যে সন্ধান আপনি দিয়েছেন, তা আলোকবর্তিকা হয়ে ভবিষ্যতে রোভারদের পথ দেখাবে। আপনার স্নেহ  ও সুশাসন ওদের স্মৃতিপটে চির ভাস্বর হয়ে বিরাজ করবে।

রোভার সদস্যরা বলেন, সমাজ সেবার শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল  বদলীর  মাধ্যমে আপনি সে পথের প্রান্তে উপনীত হয়েছেন। কিন্তু এর মাঝে জ্বালিয়ে দিয়ে গেছেন অগণিত অন্তরে জ্ঞানের স্নিগ্ধ আলো। মানুষ গড়ার কারিগর হিসেবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আমাদের অগ্রজ হিসেবে অনেকেই আজ শত ক্রোশ দূরে থেকেও আপনার মত মহান শিক্ষককে শ্রদ্ধাভরে স্মরণ করে। তাদের অনুজ হিসেবে আমরাও আপনার প্রতি পরম শ্রদ্ধায় অবনত। নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার বিদায় যেনো এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। তাইতো বিদায়ের করুণ সুরে আমাদের অন্তর আজ অব্যক্ত বেদনা।

এ সময় বক্তারা আরও বলেন  আজ আপনাকে বিদায় দিতে গিয়ে আমাদের মাঝে কান্নার রোল ধ্বনিত না হলেও আমাদের কণ্ঠ আজ বাকরুদ্ধ; আমাদের চোখ আজ আশ্ত্রুসজল । স্নেহভাজন হিসেবে আমরা আপনার কাছাকাছি ছিলাম। বয়সজনিত চপলতায় হয়ত কখনো মনের অজান্তে আমরা আপনার বিরক্তির কারণ হয়েছি; আমাদের কথায় বা আচরণে হয়ত কষ্ট পেয়েছেন। আজ এ বিদায় লগ্নে আপনার মহানুভবতার কাছে আমাদের দাবী- আপনি আমাদের ক্ষমা করে দেবেন।  

পরিশেষে বলেন আপনার বদলী জীবন হোক অনাবিল সুখ-শান্তিতে সমৃদ্ধ- পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা।

আরও ব্লগ নতুন ব্লগ
2 টি কমেন্ট করা হয়েছে
  • Blogger Tanvir
    Blogger Tanvir ১৭ মার্চ, ২০২২ এ ৭:০৪ AM

    Test

    • ফ্রিল্যান্সার তানভীর (CEO)
      ফ্রিল্যান্সার তানভীর (CEO) ৮ জানুয়ারী, ২০২৩ এ ৪:০৪ PM

      Thx

কমেন্ট করুন
comment url

আরও পড়ুন...